প্রায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে বাড়ছে। সেই সাথে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার কথা ভেবে। তবে নভেম্বর মাসের প্রথম থেকেই ধীরে ধীরে দাম কমছে মহামূল্যবান হলুদ ধাতুর। আজ নভেম্বর মাসের তৃতীয় দিনে ফের দাম কমেছে সোনা ও রুপোর। সপ্তাহের চতুর্থ ব্যবসায়িক দিনে ভারতীয় ফিউচার মার্কেটে সোনা ও রুপোর দাম কমেছে। আজ, ৩ রা নভেম্বর বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে মার্কেট খুলতেই সোনার দাম ০.৫৭ শতাংশ এবং রুপোর দাম ১.২২ শতাংশ কমে গিয়েছিল।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX), ২৪-ক্যারেট বিশুদ্ধ সোনা সকাল বেলায় মার্কেট খুলতেই ২৮৬ টাকা কমে প্রতি ১০ গ্রাম ৫০ হাজার ৩২০ টাকা হয়েছিল। আসলে কিছুক্ষণ পরে এটি কিছুটা পুনরুদ্ধার হয়। প্রতি ১০ গ্রাম সোনার দাম হয় ৫০ হাজার ৫০০ টাকায় মার্কেট খুলেছিল। অন্যদিকে রূপার দর আজ ৭১৬ টাকা কমে ৫৮ হাজার ৭৪ টাকা হয়েছে। বিশ্ব বাজারে, সোনার স্পট মূল্য আজ ০.৬২ শতাংশ কমে ১৬৩৬.৩৪ ডলার প্রতি আউন্স হয়েছে। সেখানে রূপার স্পট মূল্য ১.৬১ শতাংশ কমে আজ প্রতি আউন্স ১৯.৩২ ডলারে দাঁড়িয়েছে।
আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।