Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Madalsa Sharma: মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ গ্ল্যামারাস ফটোশুট, ছবির দেখে হুঁশ উড়ল পুরুষ ভক্তদের

Updated :  Sunday, November 6, 2022 11:51 AM

স্টার প্লাসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ কাব্যর চরিত্রে অভিনয় করছেন মাদালসা শর্মা। তিনি মিঠুন চক্রবর্তীর পুত্র মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী। হিন্দি টেলিভিশন জগতের যথেষ্ট পরিচিত একজন মুখ, তা নিঃসন্দেহে বলা চলে। ধারাবাহিকে তার বিপরীতে অনুপমার চরিত্রে অভিনয় করছেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রূপালী গাঙ্গুলী। উল্লেখ্য ধারাবাহিকে, নেতিবাচক চরিত্র হিসেবেই দেখা মেলে তার। ধারাবাহিকের নেতিবাচক চরিত্র হিসেবে থেকে থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় ট্রোল হন অভিনেত্রী, তা বহুবার স্বীকার করেছেন নিজেই। ধারাবাহিকে যখনই অনুপমার বিরুদ্ধে চক্রান্ত করেন কাব্য তখনই ট্রোল হতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেইসমস্ত ট্রোল কনটেন্টের দেখা মিলবে এখনও।

বর্তমানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হওয়ার দরুন সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় তিনি। পর্দায় বেশিরভাগ সময়ই ট্রাডিশনাল লুকে দেখা মেলে তার। তবে বাস্তবে তিনি যে যথেষ্ট মডার্ন ও স্টাইলিশ, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে। সম্প্রতি পর্দার কাব্য নিজের বোল্ড ওয়েস্টার্ন লুকের জন্যই নেটনাগরিক ও নিজের ভক্তদের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলিতে একেবারে পাশ্চাত্যের সাজে দেখা মিলেছে অভিনেত্রীর। মেসি হেয়ারে, হালকা সাজে, ব্যাকলেস কালো পোশাকে ক্যামেরার সামনে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে তাকে। অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক লুককে কেন্দ্র করেই চর্চিত হচ্ছেন। পুনরায় প্রশংসিতও হচ্ছেন নেটজনতার একাংশের মাঝে। তার হাসি আবারো মন কেড়েছে তার ভক্তদের। তার এই লুক যে নিঃসন্দেহে পছন্দ হয়েছে ভক্তদের, তা অবশ্য আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখছে না। সোশ্যাল দুনিয়ার অন্যতম সেনসেশন মাদালসা, একথা অবশ্য তার নেটমাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।