বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ! হ্যাঁ ঠিকই শুনেছেন শীঘ্রই বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ফোন এবং আই ফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে খারাপ খবর। হোয়াটস অ্যাপ সংস্থা জানিয়ে দিয়েছে যে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে অ্যান্ড্রয়েড ফোন এবং আই ফোন ব্যবহারকারীদের জন্য বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। তবে সমস্ত অ্যান্ড্রয়েড ও আই ফোন ব্যবহারকারীদের জন্য বন্ধ হচ্ছে না হোয়াটসঅ্যাপ। শুধু মাত্র আনড্রেয়েড ২,৩,৭ এবং আইফোন আইওএস-৮ এ আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। ওই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপের নতুন কোনো ভার্সন আর আপডেট করা যাবে না। তবে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে আনড্রেয়েড ২,৩,৭ এবং আইফোন আইওএস-৮ এ হোয়াটসঅ্যাপ পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হবে। ২৩ সেপ্টেম্বর, সোমবার সকালে টুইট করে এ খবর জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এছাড়া উইন্ডস ফোনগুলির ক্ষেত্রেও আগামী ডিসেম্বর মাসের ৩১ তারিখে হোয়াটস অ্যাপের কার্যকারীতা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানা গিয়েছে।