পশ্চিমবঙ্গ জুড়ে শীতের আমেজ। কলকাতায় আবার শীতের আবহ। আজকে মঙ্গলবার সারা রাজ্যজুড়ে শীতের আবহ। শৈত্য প্রবাহের কোনো সম্ভাবনা না থাকলেও, এই মুহূর্তে কলকাতা সহ অন্যান্য জেলার আবহাওয়া অনেকটাই ঠান্ডা। আজ কলকাতার তাও মাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। জেলায় জেলায় চলছে শীতের ছোট্ট স্পেল। এছাড়া, বুধবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার পাশাপাশি, সিকিমেও আছে বৃষ্টির সম্ভাবনা।
উচ্চ এলাকায় তুষারপাতের কিছুটা সম্ভাবনা আছে। সিকিম সংলগ্ন এলাকায় রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা। ফলে, এখন যারা সিকিম ভ্রমণের প্ল্যান করেছেন, তারা তুষারপাতের আনন্দ গ্রহণ করতেই পারেন। বাংলার দক্ষিণ অংশে কোথাও কোথাও শিশির পড়ার সম্ভাবনা আছে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা এই মুহৃতে নেই। তবে শীতের স্পেল চলবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকবে।
আজ মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় পরিষ্কার আকাশ। সকলের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ৩ ডিগ্রি নিচে। সোমবার বিকেলে এই তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ছিল ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, ৩২ শতাংশের কাছাকাছি। অন্যদিকে, আজ তাপমাত্রার পরিমাণ থাকছে ১৭ থেকে ২৯ ডিগ্রির মধ্যে।