টেক বার্তানিউজ

বদলাতে পারে মোবাইল নম্বরের সংখ্যা! অতিরিক্ত সংখ্যা যোগ করার ভাবনা! জানুন বিস্তারিত

Advertisement

সূত্রের খবর, দেশের মোবাইল ফোন নম্বরিং শীঘ্রই বদলাতে পারে TRAI। বর্তমান ১০ ডিজিট এর মোবাইল নাম্বার এবার ১১ ডিজিট করা নিয়ে মানুষের মতামত চাওয়া হয়েছে। এর জন্য একটি ডিসকাশন পত্র চাওয়া হয়েছে ট্রাই এর তরফ থেকে। জানা গিয়েছে, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে টেলিকম কানেকশন এর চাহিদা মেটানোর জন্য এই উদ্দেগ নেওয়া হচ্ছে।

দ্রুত বেড়ে চলেছে টেলিকম কানেকশন এর চাহিদা। প্রায় ২১০ কোটি নতুন টেলিকম কানেকশন দেওয়া সম্ভব ৭,৮,৯ থেকে শুরু হওয়া মোবাইল নম্বর থেকে। আরও প্রায় ২৬০ কোটি মোবাইল নম্বর এর দরকার পড়তে চলেছে ২০৫০ সালের মধ্যে। এর আগে ১৯৯৩ ও ২০০৩ সালে ২বার দেশের নম্বরিং সিস্টেম বদল করা হয়েছে। শুধু মোবাইল নম্বর নয়, ল্যান্ড লাইন নম্বর ১০ ডিজিট ১০ ডিজিট নম্বরিং সিস্টেমে বদল করা হতে পারে।

Related Articles

Back to top button