নিউজরাজ্য

টেটের পরে এবারে D.El.Ed পরীক্ষা নিয়ে বিরাট পদক্ষেপ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত

নভেম্বরের শেষ সপ্তাহেই এই পরীক্ষা হওয়ার কথা

Advertisement

প্রাথমিকের টেট নিয়ে এবারে বড়ো সিদ্ধান্ত নিলো পর্ষদ। আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষাকে নির্বিঘ্নে করার জন্য এবারে বড়ো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এবারে পর্ষদ নজর দিতে চলেছে ডি. এল. এড. পরীক্ষায়। মূলত প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ দেওয়া হয় এই মাধ্যমে।

দু বছরের কোর্সে ৪টি সেমিস্টারে নেওয়া হয় এই পরীক্ষা। এই পরীক্ষায় এবারে বড়সড় বদল আনতে চলেছে সরকার। এবারে DLED পরীক্ষা এই কলেজেই না নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। তার বদলে এই পরীক্ষা নেওয়া হবে সরকারি কলেজ ও স্কুলগুলিতে।

নভেম্বরের শেষ সপ্তাহে এই DLED এর শেষ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা। সেই সময় থেকেই এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে সরকার। পর্ষদের সভাপতি গৌতম পাল বলছেন, “দীর্ঘদিন ধরে ডি.এল.এড-এর পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ আসছে। তার জন্যই আমরা স্কুল-সরকারি কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে তাদের পঠন-পাঠন যাতে বিঘ্নিত না হয় সেই ভেবেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।”

রাজ্যে এই মুহূর্তে ৬০০টি DLED কলেজ আছে এবং প্রতি সেমিস্টারে ৪৫ হাজার জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে থাকে। নভেম্বরের শেষ সপ্তাহে যে পরীক্ষা হওয়ার কথা সেখানেই ৪৫ হাজার জন পরীক্ষা দেবে। সভাপতি গৌতম পাল আরো বলছেন, “শুধু ফাইনাল সেমিস্টার নয় আমরা এবার থেকে এই পরীক্ষা স্কুল-কলেজেই নেব। পরীক্ষা নেওয়ার জন্য যে পদ্ধতি মেনে চলা হয় সেই পদ্ধতি মেনেই আমরা পরীক্ষা নেব। ইনভিজিলেটর থেকে শুরু করে যে স্কুল-কলেজে পরীক্ষা হবে সেই স্কুল-কলেজের শিক্ষক-অধ্যাপকরাই নজরদারির দায়িত্বে থাকবেন। তবে আমরা এবছর কিছু ডি.এল.এড কলেজকে রাখছি পরীক্ষা নেওয়ার জন্য।”

Related Articles

Back to top button