Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ৮০’র ঘরে থেকেই এক বৃদ্ধা বাইক চালিয়ে তাক লাগিয়ে দিলেন সকলকে, দেখেই চোখ কপালে নেটমহলের

Updated :  Sunday, November 20, 2022 2:07 PM

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে সাধারণ মানুষ এমন অনেক দৃশ্যই দেখতে পান, যা হয়তো বাড়িতে বসে কিংবা চট করে দেখা যায় না। যে দৃশ্য দেখলে মানুষ বিস্মিত পর্যন্ত হয়ে যান। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে নেটদুনিয়ার পাতায়, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটজনতার অধিকাংশের।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক ৮০ ছুঁই ছুঁই বৃদ্ধাকে ইয়ামাহা আর ১৫ বাইকটি চালাতে দেখা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই বলা চলে এর আগে কখনোই এমন দৃশ্য দেখেননি অনেকেই। যে বয়সে মানুষ ঠাকুরের নাম-গান করেন কিংবা বাড়িতে বিশ্রামে থাকেন, সেই বয়সেই তিনি নির্ভীকভাবে বাইক চালাচ্ছেন। এই দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। উল্লেখ্য, শাড়ি পড়েই বাইক চালিয়েছেন এই বৃদ্ধা, আর এমন দৃশ্য ক্যামেরাবন্দি না করাটাই মুর্খামি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হতে না হতেই নিমেষে পৌঁছে গিয়েছে লাখো মানুষের কাছে। রইল সেই ভিডিওই।

বলাই বাহুল্য,এমন ভিডিও দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটজনতার। এমন বয়সে এমন কান্ড ঘটাতে পারেন ক’জন? সকলের মনে বিস্ময়ের সৃষ্টি করেছেন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে। অবশ্য তার প্রকাশ ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই পাওয়া যাবে। আপাতত এই ভিডিও নেটজনতার একাংশের মাঝে ভাইরাল হওয়ার পর থেকেই চর্চা চলছে, যা নিঃসন্দেহে খুবই স্বাভাবিক।