Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: বিশাল কুমিরকে নদীতে থেকে টেনে নিয়ে গেল একটি চিতাবাঘ, দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

Updated :  Friday, November 25, 2022 11:43 AM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। আবার কখনও ভাইরাল হয় বন্য পশুর অবাক করা কার্যকলাপ। বেশিরভাগ মানুষ চোখের পলক ফেলতে পারেন না সিংহ, চিতা, প্যান্থার, কুমিরের মতো প্রাণীদের ভিডিও দেখার সময়। সম্প্রতি চিতাবাঘ ও কুমিরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া দরবারে ব্যাপক ভাইরাল হচ্ছে যা দেখে গা শিউরে উঠতে পারে আপনারও।

এবারের ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গিয়েছে একটি চিতাবাঘের দুর্দান্ত শিকার। চিতাবাঘ আবার শিকার করেছে একটা বিশাল কুমিরের। বাঘটি জঙ্গলের মাঝের ওই পুকুরে নেমে জল থেকে কুমিরটিকে শিকার করেছে। জলের মাঝে নেমে কুমিরের শিকার যে যথেষ্ট কঠিন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওই চিতাবাঘটি খুব সহজেই শিকার করে কুমিরটিকে মুখে নিয়ে জঙ্গলে গায়েব হয়ে যায়। এই হাড়হিম করা কিছু ছবি ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

VIDEO: বিশাল কুমিরকে নদীতে থেকে টেনে নিয়ে গেল একটি চিতাবাঘ, দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর