শীতের আবহে ফের বৃষ্টিতে ভাসবে রাজ্য? কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর?

শীত এখনই কমবে না পশ্চিমবঙ্গে। তাপমাত্রা ওঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে পুরো পশ্চিমবঙ্গে আর এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছুটা তাপমাত্রা নামবে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। সেই মতো…

Avatar

শীত এখনই কমবে না পশ্চিমবঙ্গে। তাপমাত্রা ওঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে পুরো পশ্চিমবঙ্গে আর এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছুটা তাপমাত্রা নামবে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। সেই মতো চলতি সপ্তাহে শীতের স্পেল দেখতে পাবে পশ্চিমবঙ্গ। তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রির নিচে। স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় জমিয়ে শীতের আমেজ মিলবে বেশ কিছু জায়গায়। ফলে অবাধ উত্তরে হওয়া আরো ৪ থেকে ৫ দিন পর্যন্ত চলতে থাকবে। আজ এরকমই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ কলকাতায় পরিষ্কার আকাশ। তাপমাত্রা খানিকটা বেড়ে ১৬ ডিগ্রির ঘরে পৌঁছেছে। তবে জমিয়ে শীতের আমেজ রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। শনিবার কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গতকাল অর্থাৎ শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বলতে গেলে গতকালের মতোই তাপমাত্রা আজকেও বিরাজ করবে। রাজ্যে শীতের আমেজ থাকলেও কলকাতায় শীতের অনুভূতি কিছুটা কম থাকবে। আগামী কয়েক দিন কলকাতায় স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা বিরাজ করবে।

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে। তবে আগামী কয়েকদিনে বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের সামান্য নিচে তাপমাত্রা থাকবে। উত্তরে হাওয়ার দাপট থাকলেও তীব্রতা কিছুটা কমবে।

About Author