গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বলি ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসে তারকাদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুই। এই বলি জগতের অত্যন্ত জনপ্রিয় এক তারকা ছিলেন জয়াপ্রদা। বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে এই অভিনেত্রীকে সর্বদাই প্রথম সারিতে রাখা হয় তার অত্যন্ত সুন্দর অভিনয়ের জন্য।
আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এখনও অব্দি এই অভিনেত্রীর ফ্যান ফলোয়িং বিশাল। একটা সময় ছিল যখন এই অভিনেত্রীর বাড়ির বাইরে দরজার সামনে ফ্যানেরা বসে অপেক্ষা করতেন তাদের প্রিয় অভিনেত্রীকে এক ঝলক দেখার জন্য। জয়াপ্রদা এবং জিতেন্দ্রের জুটি সবাই পছন্দ করত। যখনই এই দুজনকে একসঙ্গে কোনো ছবিতে দেখা গেছে, সেই ছবিটা হিট হতে বাধ্য। জয়াপ্রদা শুধু হিন্দি ছবিতেই কাজ করেননি। তিনি তামিল, তেলেগু সহ ৭টি ভাষার ছবিতে কাজ করেছেন।
তবে মাঝে অনেকটাই সময় কেটে গিয়েছে। অনেকের কৌতুহল আছে যে এখন কেমন দেখতে অভিনেত্রীকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সাইটে জয়াপ্রদার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যা দেখে হতবাক নেটিজেনরা। বয়সের গুণ্ডি ৬০ পেরোলেও তিনি এখনো আগের মতোই সুন্দরী রয়েছেন। ভাইরাল হওয়া ছবিতে তিনি একটি সাদা রঙের গাউন পরে আছেন এবং তাকে আকর্ষণীয় পোজ দিতে দেখা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে এই জয়াপ্রদা ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases