ভাইরাল & ভিডিও

Viral Video: আকাশ থেকে নেমে আসা বিমানকে ধরতে গেল এক যুবক, তারপর যা হল.. হাসির রোল নেটদুনিয়ায়

videonation.teb নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড করা হয়েছে

Advertisement

আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। বলা যেতে পারে, আলাদিনের আশ্চর্য প্রদীপ হল সোশ্যাল মিডিয়া। এতে দিন দুনিয়ার বিভিন্ন খবর এক ক্লিকেই পাওয়া যায়।

এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। কখনো কোনো নাচের ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, তো কখনও গানের ভিত্তিতে অভিনয়ের শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসে। আবার অনেক সময় অবাক করা ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে দাবানলের মতো ছড়িয়ে যায়। আবার কিছু সময় ক্যামেরার কারসাজিতে সাধারণ কোনো ঘটনায় রং চড়িয়ে সোশ্যাল মিডিয়া দরবারে উপস্থাপন করা হয়। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ক্যামেরা অ্যাঙ্গেলের কারসাজি করে চোখের ভুলের অভাব ভিডিও বানানো হয়েছে। কি এমন রয়েছে ওই ভাইরাল ভিডিওতে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ থেকে একটি প্লেন রুদ্ধশ্বাস গতিতে মাটির দিকে ধেয়ে আসছে। এই জায়গা দেখে সকলেই ধরে নিয়েছিল যে এবার চোখের পলকে হতে চলেছে বড় এক বিমান দুর্ঘটনা। কিন্তু সকলকে অবাক করে দিয়ে বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা এক যুবক হাত দিয়ে ওই নিয়ন্ত্রণ হারানো বিমানকে ধরে নেয়। শুনে অবাক হলেন নিশ্চয়! কিন্তু সত্যিই এমনটা হয়েছে। আসলে ওই বিমানটি ছিল রিমোট কন্ট্রোল। প্রথমে ক্যামেরা অ্যাঙ্গেল এর কারসাজিতে মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা ওই বিমানটি সত্যি বিশাল বড়। কিন্তু পরমুহূর্তেই দেখা যায় এক যুবক হাত দিয়ে ওই রিমোট কন্ট্রোল বিমানকে ধরে নেয়।

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও এখন তুমুল ভাইরাল হচ্ছে। videonation.teb নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেট নাগরিকরা। বেশিরভাগ মানুষ কমেন্ট করে জানিয়েছেন যে তারা ভিডিওর প্রথম অংশ দেখে আঁতকে উঠেছিলেন। আপনি যদি ভাইরাল ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন।

Related Articles

Back to top button