Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নূন্যতম যোগ্যতায় রাজ্যের সরকারি দপ্তরে নিয়োগ, বেতন প্রতি মাসে দেড় লক্ষ টাকা

Updated :  Sunday, December 11, 2022 6:44 PM

রাজ্য সরকারি দপ্তরে এবার চলছে ব্যাপক নিয়োগ। মাস গেলে মিলবে মোটা বেতন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির ব্যাপারে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। এই নিয়োগের মূল সংস্থা হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস পদের জন্য এই নিয়োগ করা হচ্ছে। মোট ২৫টি পদের জন্য এই মুহূর্তে নিয়োগ করছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। আর এই সমস্ত নিয়োগ হবে কলকাতায়।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের জন্য প্রার্থীদের কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে চার্টার্ড একাউন্টেন্ট, এমবিএ অথবা পিজিডিএম করতে হবে। অথবা ফিন্যান্সে স্নাতকোত্তর করা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৬ বছর বয়সের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে।

এই পদে যদি আপনি চাকরি পান তাহলে আপনি বেতন হিসেবে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পাওয়া যাবে। এই আবেদন করতে হবে সম্পূর্ণরূপে অনলাইনে। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য আবেদনমূল্য ২১০ টাকা। তবে এসসি, এসটি অথবা ওবিসি প্রার্থীদের কোন ফি দিতে হবে না। ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ২০২৩ সালের ৪ জানুয়ারি অব্দি আপনি আবেদন করতে পারেন। ৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে টাকা জমা দিতে পারবেন আপনি।