আজকাল কার দিনে এটিএম প্ৰায় সকলেই ব্যাবহার করে। দিন দিন বেড়ে চলেছে হ্যাকারদের কারসাজি। আসলে উত্তর কোরিয়ার কিছু হ্যাকার টার্গেট করেছে এবার ভারতের এটিএমগুলোকে।
হ্যাকাররা একটি নতুন ভাইরাস তৈরি করেছে উত্তর কোরিয়ার সরকারের সাথে হাত মিলিয়ে। এই ভাইরাসটির নাম মালওয়ার। এই ভাইরাস এর সাহায্যে এটিএম কার্ড ঢোকালেই সেই কার্ডের সব তথ্য পৌঁছে যাবে হ্যাকারদের কাছে। সূত্রের খবর, এই ভাইরাস এর পেছনে যে চক্রটি লুকিয়ে আছে তার নাম লজারস গ্রুপ
শুধু ভারতকে নয়, কোরিয়ার কিছু হাই প্রোফাইল লোককেও টার্গেট করেছে এই হ্যাকাররা। চলতি মাসে এমন একটি এটিএম জালিয়াতির কথা মাথায় আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।