স্কুলে কাটানো কয়েকটা বছর আমাদের জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি। দেরি করে স্কুল যাওয়া, ক্লাস বাঙ্ক করা, শিক্ষকদেরকে নতুন ডাক নাম দেওয়া, একসঙ্গে টিফিন খাওয়া, খেলাধুলা করা, মারপিট করা, স্কুল শেষে হইচই করে বাড়ি ফেরা সবকিছুই এখন স্মৃতি। কিন্তু স্কুলজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখলে কিংবা ভিডিও দেখলে আবারো একবার মনে পড়ে যায় সেই স্মৃতি।
ঠিক তেমনেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুবেই ভাইরাল হয়েছে। যেখানে দেখানো হয়েছে একটি শিক্ষক কিছু পড়াচ্ছেন আর বোর্ডে লিখছেন অন্যদিকে তার পেছনে সমস্ত ছাত্ররা নাগিন ড্যান্স করছে। তারপর হঠাৎ করেই শিক্ষক পেছন ফিরে তাকায়, আর দেখতে পায় একজন ছাত্র কাউকে পরোয়া না করে, নিজের খেয়ালে তুমুল নাচ করেই চলেছে। তারপর সেই ছেলেটিকে শিক্ষক যা করলো , আপনারই দেখেনিন সেই ভিডিও।














