প্রীতম দাস : এন আর সি নিয়ে যখন রাজ্য রাজনীতির ময়দান সরগরম। দিকে দিকে আলোচনা পর্যালোচনা চলছে। বুধবার এন আর সি ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেন – বি জে পি এর সাধারণ সম্পাদক হিসেবে আশ্বস্থ করে বলছি বাংলাতে এন আর সি করা হবেই। একজন হিন্দুকে দেশ ছাড়া করা হবেনা, প্রত্যেক হিন্দুকে নাগরিকত্ব দেওয়া হবে। তিনি বলেন, কয়েক জন রয়েছে যারা মানুষের মধ্যে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন।
বলাবাহুল্য, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বাংলাতে এন আর সি কোনোভাবে করতে দেওয়া হবে না। কাউকে এখান থেকে বিতাড়িত করা হবেনা। এদিকে, এন আর সি আতঙ্কে রাজ্যে কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কদিন আগে অমিত শাহ এর সাথে বৈঠক করে তৃণমূল সুপ্রিমো বলেন যে রাজ্যে এন আর সি হবে না। তবে এন আর সি রাজ্য রাজনীতির ক্ষেত্রে উত্তেজনা ও চাপান উতর এত সহজে থামছে না এটা এদিন প্রমাণ হয় গেল।