Viral: ঝুড়িতে বসেই একেবারে মানুষের মতো করে খাচ্ছে মলি মাঙ্কি, দেখেই তাজ্জব হয়ে যাচ্ছেন নেটজনতার একাংশ
সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একটি বিনোদন মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী থাকতে পারি, যা হয়তো চারপাশে প্রতিনিয়ত খুব একটা ঘটতে দেখা যায় না। আর সেইসমস্ত ভাইরাল হওয়া ভিডিওগুলোই বেশি করে অবাক করে নেটজনতার একাংশকে। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তেমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে দেখা গিয়েছে, যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন নেটনাগরিকরা।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় যে ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে সেটি ইউটিউবেরর ‘মলি মাঙ্কি’ নামের একটি অফিসিয়াল চ্যানেল থেকে ৭ দিন আগে শেয়ার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন বেশ কয়েকহাজার মানুষ। ভিডিওতে একটি ছোট বাঁদরকে একটি ঝুড়ির মধ্যে বসেই একেবারে মানুষের মতো করে খেতে দেখা গিয়েছে। কখনো টেবিলের উপরে, আবার কখনো মনিবের গায়ের উপর বসে থাকতে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি ভিডিওতে সারা বাড়িময় একেবারে বাচ্চা ছেলেদের মত পোশাক পরেই ঘুরতে দেখা গিয়েছে বাঁদরটিকে। আর সেই দৃশ্য খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি নেটজনতার একাংশের। তাদের বেশিরভাগই এই বাঁদরের হাব ভাব দেখে রীতিমতো অবাক হয়েছেন। অবশ্য তার ঝলক মিলেছে কমেন্টবক্সেই।
উল্লেখ্য, সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি যে ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছে, সেই চ্যানেলে নজর রাখলেই বোঝা যাবে সবটা। আসলে এই চ্যানেলে বাড়ির কিছু পোষ্য বাঁদরকে নিয়েই ভিডিও বানানো হয়ে থাকে। তারা রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত। চ্যানেলের বাকি ভিডিওগুলিতে তাদের হাব ভাব দেখলেই সেটা স্পষ্ট হবে। তারা যে মানুষ নয়, সেটা তাদের দেখে সত্যিই বলা মুশকিল। কারণ তাদের চলন-বলন, খাওয়া-দাওয়ার ধরন, পোশাক-আশাক সবটাই একেবারে গোছানো। অবশ্য ভিডিওতে তাদের মনিবেরও দেখা মিলেছে। ইতিমধ্যেই নিজেদের এই চ্যানেল থেকে নিজেদের পোষ্যদের নিয়ে মোট পাঁচহাজার ভিডিও শেয়ার করে নিয়েছেন তারা। আপাতত, তার মধ্যেই একটি ভিডিও তুমুল ভাইরাল নেটমহলে।