দেশনিউজ

BREAKING: কমছে রান্নার গ্যাসের জোগান! ডবল সিলিন্ডার থাকলে সাবধান থাকুন!

Advertisement

এখন প্রতিটি বাড়িতে রান্নার গ্যাস নিত্য প্রয়োজনীয়। গত বছর ডিসেম্বরে নবি মুম্বইয়ে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থায় আগুন লাগার জেরে গ্যাসের জোগান কমে গেছিল। কিন্তু রিপোর্ট বলছে এখনও রান্নার গ্যাসের জোগান কমেনি। তবে অতিসত্ত্বর কমতে চলেছে এই জোগান।

কিছুদিন আগেই সৌদী আরবের সরকারি তেল কোম্পানি অ্যারেমকোর সংশোধনাগারে ড্রোন হামলা হয়। আর এই হামলার প্রভাব এখন পড়তে চলেছে ভারতের বাজারে। এই হামলার জেরে এলপিজি এর জোগান ধীরে ধীরে কমছে ভারতে। এছাড়াও অশোধিত তেল ও রান্নার গ্যাসে টান পড়ার প্রবল সম্ভবনা রয়েছে।

এই অবস্থায় ভারতের তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের ক্ষেত্রে রেশনিং করতে পারে। এলপিজি গ্যাসের জোগান কম করতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্থান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম প্রভৃতি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি একটি সিলিন্ডার থাকা গ্রাহকদের প্রাধান্য দিতে চলেছে। সুতরাং ডাবল সিলিন্ডার হলে গ্যাস পাওয়া খুবই চাপের।

Related Articles

Back to top button