পূজোর আগে বড়সড়ো ধাক্কা খেল সরকারি কর্মচারীরা। বিভিন্ন দপ্তরের কর্মচারীদের দেওয়া টাকা ফেরত চাইলো নবান্ন। আর অর্থ দপ্তরের এই সিদ্ধান্ত ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।
রাজ্যের অর্থ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে বেড়াতে যাওয়ার জন্য শুধুমাত্র যাতায়াতের ভাড়া দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। শুধু তাই নয়, অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যাতায়াত বাদে এতদিন যে বাড়তি টাকা দেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে সরকারি কর্মচারীদের। হোটেল ভাড়া সহ বেড়ানোর জন্য অন্য কোন খরচ মেটানো হবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে।
শুধু বাড়তি টাকা না দেওয়ায় নয়, এবার আরও একধাপ এগিয়ে এলটিসিতে বিধিবহির্ভূত ভাবে নেওয়া সমস্ত টাকা ফেরত দেওয়ার জন্য নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে কর্মচারীদের উদ্দেশ্যে। রাজ্যের তরফে জারি করা এই নির্দেশিকা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্যের কর্মচারীদের মধ্যে। ক্ষোভের সঞ্চার ঘটেছে কর্মচারীদের মধ্যে।