দিল্লি উত্তরপ্রদেশে, বিহারে এখনো কড়া ঠান্ডা বর্তমান। অনেক জায়গায় চলছে শৈত্য প্রবাহ। তাপমাত্রা চলছে ১ ডিগ্রির ঘরে। তারই মধ্যে এবারে এসে গেলো ওয়েদার নিতে নিয়ে বড়ো আপডেট। জানা যাচ্ছে, এবারে প্রবল বৃষ্টি হতে পারে ভারতের একাধিক জায়গায়। উত্তর পশ্চিম ভারতে আগামী সপ্তাহে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপশি, প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। একটি সক্রিয় পশ্চিমী হাওয়ার সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আইএমডি।
মৌসুম ভবন জানাচ্ছে, যেহেতু পাহাড়ি অঞ্চলে প্রবল তুষারপাত চলছে, সেই কারণে এখন সমতলে বৃষ্টির সম্ভাবনা আছে। ১৯ জানুয়ারি অবধি এই বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতের একাধিক অঞ্চলে। আজ থেকেই হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ডের একাধিক জায়গায় তুষারপাত হবে। এছাড়া পশ্চিমী হাওয়ার কারণে দিল্লি থেকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা আছে। ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি অবধি বৃষ্টির সম্ভাবনা আছে।
আইএমডি জানিয়েছে ২৩-২৪ জানুয়ারি পঞ্জাব, হরিয়াণা, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে৷ শুধু তাই নয় পঞ্জাব, হরিয়াণা, চন্ডিগড়ে ২২ জানুয়ারি- ২৫ জানুয়ারি বৃষ্টিও হবে৷ তবে কলকাতায় আবহাওয়া অন্যরকম থাকতে পারে। আগামী কয়েকদিনের জন্য তাপমাত্রা সামান্য হলেও বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সকালে শীতের আমেজ ও রাত্রে আবহাওয়া শীতল হওয়ার সম্ভাবনা আছে।
আজকে সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। তবে গতকাল সকলের তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এইভাবে যদি চলে, তাহলে আর কয়েকদিনের মধ্যেই বাংলা থেকে বিদায় নেবে শীত।