আসছে আবির চট্টোপাধ্যায়, জিৎ, নুসরত জাহান অভিনীত নতুন সিনেমা ‘অসুর’। গতকাল, শনিবার এই সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। একজন শিল্পীর ভূমিকায় অভিনয় করছে জিৎ সেখানে এমনটাই দেখা গিয়েছে। এক জায়গায় দেখা গিয়েছে নুসরতের মুখের সামনেই বন্ধ হয়ে গেল দরজা। নুসরত আবিরকে জড়িয়ে ধরে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন। এই ছবিটি মুক্তি পাবে শীতে। কিন্তু এই ছবির টিজার দেখে মুগ্ধ দর্শকেরা।
কেঁদে ফেললেন নুসরত জাহান! কিন্তু কেনো? দেখুন ভিডিও

Updated : Sunday, September 29, 2019 11:26 AM













