রবিনা ট্যান্ডন বলিউড ইন্ডাস্ট্রির ৯০’এর দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের অগণিত দর্শকদের। বর্তমানে বড়পর্দা থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন অভিনেত্রী। খুব বেছে বেছেই কাজ করেন এখন। কারণে অকারণে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চিত হতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম সক্রিয় নন তিনি। তার শেয়ার করে নেওয়া একাধিক ছবি ও ভিডিও প্রায়ই ভাইরাল হয় নেটদুনিয়ায়। চর্চাও চলে সেই নিয়ে। সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণে চর্চিত ‘মহরা’র অভিনেত্রী।
২০০৪ সালে অনিল থাদানির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন রবিনা ট্যান্ডন। তাদের চার সন্তান। রাশা থাদানি, পুজা ট্যান্ডন, ছায়া ট্যান্ডন, রণবীর থাদানি। উল্লেখ্য , এই মুহূর্তে নিজের কন্যা রাশা থাদানির সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছেন অভিনেত্রী। একাংশের মতে, অভিনেত্রীর কন্যা বলে বলে টেক্কা দিতে পারে একাধিক বলি ডিভাকে। এমনকি অনেকের মনে করেন, ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ঘটলে তিনি বর্তমানের একাধিক অভিনেত্রীকেও পিছনে ফেলে দিতে পারেন। পিছনে ফেলে দিতে পারেন জাহ্নবী কাপুর ও সারা আলি খানের মতো সেলেব কিডদেরও। সৌন্দর্যের দিক দিয়ে তার জুড়ি মেলা ভার। ১৭ বছর বয়সেই সৌন্দর্যের দিক দিয়ে টেক্কা দিচ্ছেন মা রবিনা ট্যান্ডনকেই।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় রাশা থাদানির একাধিক ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ছবিগুলির সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছে রবিনা কন্যা। নিজের ভাই বোনদের সাথে তার একাধিক ঝলক মেলে নেটদুনিয়ায়। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই সেই ঝলক মিলবে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে তার। অবশ্য সেই প্রসঙ্গে এখনো প্রকাশ্যে কোনো কথা জানাননি অভিনেত্রী। তবে রাশাও যে মায়ের মতই অভিনয়ের পথ বেছে নিচ্ছেন, তা অবশ্য ইতিমধ্যেই জানা গিয়েছে। বেশ কিছু সময় আগে নিজের মায়ের সাথেও ছবি শেয়ার করে নিয়েছিলেন রাশা। একই ধরনের পোশাকেও দেখা গিয়েছিল তাদের। ছবি দেখলেই বোঝা যাবে বোল্ডনেসের দিক দিয়ে এখনই মাকে রীতিমতো টেক্কা দিচ্ছেন তিনি।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases