BB Specialআজকের দিনলিপি

জানেন কি ৩০ শে সেপ্টেম্বর দিনটি কেন গুরুত্বপূর্ণ?

Advertisement

ঘটনাবলী

  • আজকের দিনে 1667 সালে ঔরঙ্গজেবের সাম্রাজ্যে সংযোজিত হলো গোলকুণ্ডা।
  • আজকের দিনে 1939 সালে পোল্যান্ডের বিভাজনে জার্মানি ও রাশিয়ার সহমত হয়।
  • আজকের দিনে 1947 সালে রাষ্ট্রসঙ্ঘের সদস্য হলো পাকিস্তান।

জন্ম

  • 1933 সালে আজকের দিনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বাঙালি নাট্যকার জন্মগ্রহণ করেন।
  • 1972 সালে আজকের দিনে বিখ্যাত গায়ক সান্তনু অর্থাৎ সন জন্মগ্রহণ করেন।

মৃত্যু

  • 1875 সালে প্যারীচরণ সরকার একজন শিক্ষাবিদ তিনি মৃত্যুবরণ করেন আজকের দিনে
  • 1953 সালে আজকের দিনে একজন বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক আব্দুল করিম মৃত্যু বরণ করেন।

অন্যান্য

  • আজকের দিনটি বাংলাদেশ জাতীয় শিশু কন্যা দিবস হিসেবে পালিত হয়।

Related Articles

Back to top button