প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: হাওড়ার ধুলাগরে রাত্রিবেলা প্রবল বিধ্বংসী আগুন লাগে। রবিবার মধ্যরাতে একটি খাদ্য প্রক্রিয়াকরন সংস্থার কারখানাতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২০ টি ইঞ্জিন , আগুন নেভানোর কাজ শুরু করে। যদিও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে খবর!
তবে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের প্লাস্টিক কারখানাগুলোতে আগুন লেগে যায়। যার ফলে আগুন দাবানলের মত ছড়িয়ে পড়ে। শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। পুজোর সন্নিকটে এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে!