খেলাক্রিকেটবলিউড

Virat Kohli: আলিবাগে নির্মিত হচ্ছে কোহলি-অনুষ্কার স্বপ্নের বাড়ি! মিলবে বিশ্বসেরা স্থাপত্যের নিদর্শন

বিরাট কোহলির তরফ থেকে তার ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সংস্থার সিইও আদিত্য কিলাচাঁদের সঙ্গে বিরাট একটি ভিডিও শুট করেছেন।

Advertisement

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বিধ্বংসী ব্যাটসম্যান বিরাট কোহলি সম্প্রতি সংবাদ শিরোনামে রয়েছেন তার ব্যক্তিগত কারণে। চলমানরত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সুযোগ কাজে লাগিয়ে নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আলিবাগে নির্মিত হবে বিরাট কোহলির অট্টালিকার ন্যায় প্রাসাদ। সূত্রের খবর অনুযায়ী, বিশ্বসেরা স্থাপত্য শিল্পের নিদর্শন থাকবে বিরাট কোহলির স্বপ্নের বাড়িতে।

আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বিরুষ্কা জুটি থাকেন ওরলির ওমকার অ্যাপার্টমেন্টের ৩৬ তলায়। যে বিল্ডিংটি ১৯৭৩ সালে নির্মাণ করা হয়েছিল। ৩৬ তলায় ৭০০০ স্কোয়ারফিটের ফ্ল্যাটে বিরাট কোহলিদের রয়েছে চারটি বেডরুম। টেরেস গার্ডেন ও ব্যক্তিগত জিম ছাড়াও রয়েছে স্টেট-অফ-দ্য আর্ট অ্যামেনিটিস। তবে এবার আর কোটি কোটি টাকা দিয়ে ভাড়ার ফ্ল্যাটে থাকবেন না। থাকবেন তাঁর স্বপ্নের বাড়িতে। ওরলি থেকে সড়ক পথে প্রায় সাড়ে তিন ঘণ্টা দূরে আলিবাগ। মহারাষ্ট্রের এই উপকূলবর্তী শহরেই তৈরি হচ্ছে বিরাটের লাক্সারি ভিলা। আর এই কাজের গুরুদায়িত্ব পড়েছে লাক্সারি ওয়েলনেস লাইফস্টাইল কোম্পানি আভাস ওয়েলনেসের উপর।

সম্প্রতি বিরাট কোহলির তরফ থেকে তার ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সংস্থার সিইও আদিত্য কিলাচাঁদের সঙ্গে বিরাট একটি ভিডিও শুট করেছেন। ভিডিওতে দেওয়া ক্যাপশনে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি লিখেছেন, ‘বাড়ির নান্দনিকতা নিয়ে আমার আদিত্যর সঙ্গে প্রচুর আলোচনা হয়েছে। আদিত্য সত্যিই অসাধারণ রেসিডেন্সিয়াল কমিউনিটি বানাচ্ছে আমাদের জন্য। আলিবাগের আভাস লিভিংয়ে অসাধারণ পুল ডেক রয়েছে। ভিতরের সাজসজ্জা মন শান্ত করে দেওয়ার মতো। বাড়ির মধ্যে রয়েছে বিস্তৃত কক্ষ। আমি ঠিক যা যা চেয়ে ছিলাম, এই ভিলা ঠিক সেই সব রাখতে চলেছে আদিত্য।’

Related Articles

Back to top button