বর্তমানে আমাদের দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নথি হলো প্যানকার্ড এবং এই কার্ড সকলের কাছে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। ব্যাংকের কাছ থেকে শুরু করে পরিচয় পত্র হিসেবেও এই প্যান কার্ড ব্যবহার হয় ব্যাপকভাবে। সম্প্রতি এই প্যান কার্ড নিয়ে চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর। যদি আপনি প্যান কার্ড সম্পর্কে এই জরুরি বিষয়গুলো না জেনে থাকেন তাহলে আপনি পরবর্তীকালে সমস্যার মুখোমুখি হতে পারেন এবং আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক প্যানকার্ডের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি।
ভারতীয় আয়কর বিভাগ তাদের সোশ্যাল মিডিয়া সম্প্রতি এই বিষয়টি জানিয়ে দিয়েছে। আপনি যদি আগামী ৩১ মার্চের মধ্যে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে আয়কর বিভাগ। তাহলে আপনার প্যান কার্ড বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে ভারতীয় আয়কর দপ্তর। গত ১৭ ই জানুয়ারি মঙ্গলবার ভারতীয় আয়কর বিভাগ তাদের টুইটার হ্যান্ডেলে এই কথাটি জানিয়েছে।
টুইট করে জানানো হয়েছে, আয়কর বিভাগের ১৯৬১ সালের নিয়ম অনুযায়ী, কোন গ্রাহক যদি ৩১শে মার্চ ২০২৩ তারিখের মধ্যে তার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিংক না করেন তাহলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে। প্যান কার্ডের সঙ্গে সম্পর্কিত যাবতীয় কাজ বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। তাই গ্রাহকদের বলা হয়েছে যেন তারা শীঘ্রই এই কাজটি করে ফেলেন। গ্রাহকদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করার পরামর্শ দিয়েছে ভারতীয় আয়কর দপ্তর। এই বিষয়টি প্রত্যেকের জন্যই অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে। এদিকে অগ্রাহ্য করলে গ্রাহকদের নিজেদেরই ক্ষতি হবে বলে জানিয়েছে আয়কর দপ্তর। তাই যাদের কাছে প্যান কার্ড রয়েছে, তারা অবশ্যই খুব শীঘ্রই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে ফেলুন।