নতুন বছরের শুরুতে আজ ১ লা ফেব্রুয়ারি সরকারি বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের সাধারণ বাজেট দেখে আমজনতার মুখে হাসি ফুটবে বলেই মনে করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানিয়ে রাখি, এটাই নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় পর্বের ইনিংসে শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেট নিয়ে বেশ খুশি আমজনতারা। তবে আজকের বাজেট ঘোষণার পর খুব একটা খুশি হননি ধূমপায়ীরা।
আসলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘোষণার সময় স্পষ্ট জানিয়েছেন যে সারা দেশে দাম বাড়তে চলেছে সিগারেটের। এরফলে বাজেট ২০২৩ ধূমপায়ীদের জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াতে পারে। এবারের বাজেটে সিগারেটের উপর ১৬ শতাংশ শুল্কবৃদ্ধি পেয়েছে এবং এর ফলে যেকোনো ব্র্যান্ডের যেকোনো সিগারেটের দাম আগের তুলনায় বৃদ্ধি পাবে। এনসিসিডিতে শুল্ক বৃদ্ধির কথা বাজেট পেশ করার সময় জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিশেষজ্ঞদের মতে, শুল্ক আদায় করে লাভের মুখ দেখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্য অনুযায়ী, ভারতে জিডিপর ১.০৪ শতাংশ ধূমপানের জন্য। ইতিমধ্যে আইটিসি-র স্টক নামতে শুরু করেছে। তবে সিগারেটে কর বাড়িয়ে লাভের মুখ দেখবে সরকার। ধূমপানের জন্য যে ১৮২ টি দেশ হু-র ফ্রেমওয়ার্কে আসে তার মধ্যে ভারত অন্যতম।