পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চাকরির কোনো খবর নেই। যার জন্য সরকারের উপর ক্ষুব্ধ বেকারসমাজ। এখন থেকেই বাঙালিদের মনে পুজোর আমেজ লেগে গেছে। পুজোর গন্ধে ম ম করছে গোটা বাংলা।
তারই মাঝে গতকাল, সোমবার গোটা রাজ্যবাসীকে চমকে দিয়ে এক নয় একসাথে একজোড়া সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমত বলেন, ১৩ লক্ষ ২ হাজার ৪২০ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের ১৭৭২ জন মানসিক রোগীদের পোশাক ও খাওয়া-দাওয়ার জন্য।
দ্বিতীয়ত, যেটা তিনি ঘোষণা করেছেন সেটি বেকার সমাজের জন্য দারুন স্বস্তির বিষয়। আগামী ২ বছরে ২ লাখের বেশি চাকরি দিতে নাকি ৫ হাজার ৫২২ কোটি টাকা বরাদ্দ করেছে