ক্যালেন্ডারে বর্ষাকালের সমাপ্তি হলেও বৃষ্টি থামার কোন নামগন্ধ নেই। এই বৃষ্টি আরও কিছুদিন ভোগাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে অঝোরে বৃষ্টি হচ্ছে। কিন্তু ক্যালেন্ডারের পাতা অনুযায়ী সোমবার অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর বর্ষাকাল শেষ হয়ে গেছে। কিন্তু বর্ষাকাল শেষ হওয়ার তারিখ পেরোলেও আশার বাণী শোনাচ্ছে না মৌসম ভবন। আগামী এক সপ্তাহ এই বৃষ্টি ভোগাবে বলে দাবি মৌসম ভবনের। আবহাওয়া দফতর জানিয়েছে দেরিতে এসেছে বর্ষা, বিদায়ও হবে দেরিতে। পুজোতে থাকবে বর্ষা।
বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া বিহার ও ঝাড়খণ্ডে লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর।