ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন যেই বাঙালি খেলোয়ারের হাত ধরে এসেছিল, সে আর কেউ নয়, সকলের প্রিয় বাংলার দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলী। ২২ গজের মহারাজ এখন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। দক্ষিণ কলকাতা কথাটা উচ্চারণ করলেই প্রথমেই সকলের মাথায় আসে বেহালায় সৌরভ গাঙ্গুলীর বাড়ির কথা। দীর্ঘ ৪৮ বছর ধরে বেহালার বীরেন রায় রোডে মঙ্গলচণ্ডী ভবনে থাকছেন গোটা গঙ্গোপাধ্যায় পরিবার। ক্যারিয়ার তো বটেই, ব্যক্তিগত জীবনের জন্যও আজকাল সর্বদাই চর্চায় থাকেন বাংলার দাদা। সম্প্রতি পুরনো একটি বলিউড সিনেমার সংলাপ বলে সকলের নজর কেড়ে নিয়েছেন সৌরভ গাঙ্গুলী।
মোটামুটি ভারতীয় এবং বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে যোগাযোগ নিরবিচ্ছিন্ন বলাই চলে। যারা একটু পুরনো সিনেমা দেখতে পছন্দ করেন তাদের কাছে খুবই পরিচিত শত্রুঘ্ন সিনহা অভিনীত কালিচরণ সিনেমাটি। বিশেষ করে ওই সিনেমাতে অজিত খানের হাড়হিম কন্ঠে ‘মোনা ডার্লিং…’ ডায়ালগটা সকলের মনে গেঁথে রয়েছে। এবার সেই কালজয়ী সংলাপ বলে সকলকে চমকে দিলেন দাদা। কিন্তু এমন কি হলো যে বাস্তবে খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় এমন ডায়লগ বলছেন?
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সৌরভ একটি গদিওয়ালা চেয়ারে আয়েশ করে বসে আছেন। তাঁর পরনে ক্রিম রঙের সাফারি সুট এবং ব্লেজার। চোখে রয়েছে রোদ চশমা। পায়ের ওপর পা তুলে তিনি একজনকে বলছেন, ‘মোনা ডার্লিং, সোনা কোথায়?’ সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও আসতেই ফ্যানরা চমকে গিয়েছেন এবং সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এটা কি তাহলে সৌরভের বায়োপিকের অংশ? বা বলিউডে এবার কি রাজ করবেন দাদা?
আসলে সৌরভ একটি বিজ্ঞাপনের কাজ করছেন এবং তার একটি ঝলক হল এই ক্লিপ। গোটা দল নিয়ে মুম্বাইয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। ওই সংস্থার বিজ্ঞাপনের কাজের শুটিং চলছে এখন। তাই সেখানেই সকলের পছন্দের দাদাকে দেওয়া হয়েছে এমন লুক।