পুজো এখন দোরগোড়ায়। সারা বাংলার মানুষ পুজোতে মাতোয়ারা।এই সময় বেতন পেলে মানুষের খুশির ঠিকানা থাকে না। আর তার উপরে যদি এই বেতনের পরিমান বাড়ে তাহলে এই খুশির মাত্রা দ্বিগুণ হয়ে পড়ে।পুজোয় এমনই এক খুশির খবর দিলো রাজ্য সরকার।
এই পুজোয় পরিবহণ দফতরের চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টর ও জলসাথীদের জন্য থাকলো বড় সুখবর। এই সব কর্মচারীদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জলসাথীদের বেতন ১০,০০০ টাকা থেকে বেড়ে ১২,০০০ টাকা করা হয়েছে। তাছাড়া চালক ও কন্ডাক্টরদের ভাতা ১১,৫০০ টাকা থেকে বেড়ে ১৩,০০০ করা হয়েছে। এছাড়াও জলসাথীরা ৬০ বছরে অবসরের পর ৩ লক্ষ টাকা পাবেন বলে রাজ্য সরকার ঘোষণা করে।