Pension: সরকারের বাম্পার ঘোষণা, এবার ৫০ শতাংশ বেশি পেনশন পাবেন এই সরকারি কর্মীরা
পেনশনভোগীদের অতিরিক্ত টাকা সরাসরি আসবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে
নতুন বছরের শুরুতে বাম্পার সুখবর পেতে চলেছেন পেনশনভোগীরা। যারা সরকারি পেনশন পেয়ে থাকেন তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। এবার কেন্দ্রের বড় সিদ্ধান্তের কারণে আপনি যা পেনশন পাচ্ছেন তার থেকে অতিরিক্ত ৫০ শতাংশ বেশি পেনশন পেতে পারেন আপনি। আর এই পেনশন বৃদ্ধির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তবে এই সুবিধা শুধুমাত্র কিছু মানুষ পাওয়া যাবে বলেই আপাতত জানতে পারা গিয়েছে।
আসলে দীর্ঘদিন ধরেই দেশে পুরনো পেনশন পদ্ধতি ফিরিয়ে আনা নিয়ে জোর জল্পনা চলছিল। আর তার মাঝে পেনশন ৫০ শতাংশ বৃদ্ধি অত্যন্ত সুখবর তা বলার অপেক্ষা রাখে না। যে সমস্ত কর্মীরা ২০০৬ সালে অবসর নিয়েছিলেন, তাঁরা শাসকীয় সেবক ছিলেন। এবার সুবিধা মিলবে তাদের পরিবারের। এতে অতিরিক্ত পেনশন দেওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে ৮০ থেকে ৮৫ বছর বয়সী পেনশন ধারকেরা এবং ফ্যামিলি পেনশন ধারকেরা ২০ শতাংশ অতিরিক্ত পেনশন পাবেন। এরই সঙ্গে ৮৫ থেকে ৯০ বছর বয়সসীমা বা তাদের পরিবারের লোকেরা মূল বেতনের ৩০ শতাংশ বেশি পেনশন পাবেন অর্থাৎ এই সমস্ত মানুষেরা অপেক্ষাকৃত বেশি পেনশন পাবেন।
এছাড়া যাদের বয়স ৯০ থেকে ৯৫ বছর তারা বা তার পরিবারের ব্যক্তিরা মূল পেনশন থেকে ৪০ শতাংশ বেশি পেনশন পাবেন। যাদের বয়স ৯৫ থেকে ১০০ বছর তারা বা তাদের পরিবারের মানুষজন পাবেন মূল বেতনের চেয়ে ৫০ শতাংশ বেশি পেনশন। আপাতত এই সুবিধা পাবেন রাজ্যের পেনশনভোগীরা। অতিরিক্ত পেনশন ওই ব্যক্তি বা তার পরিবারের ক্ষেত্রে পেনশন আধিকরিক বা সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে নিশ্চিত করে তারপর দেওয়া হবে।