Poonam Jhawer: ‘না কাজরে কি ধার’এর পুনামকে মনে আছে? এখন নায়িকার চেহারা দেখলে অবাক হবেন

১৯৯৪ সালে 'মহড়া' ছবি মুক্তি পেয়েছিল বড়পর্দায়। বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি এটি। দর্শকদের উপর যে ছবির প্রভাব রয়েছে এখনো পর্যন্ত। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমার,…

Avatar

১৯৯৪ সালে ‘মহড়া’ ছবি মুক্তি পেয়েছিল বড়পর্দায়। বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি এটি। দর্শকদের উপর যে ছবির প্রভাব রয়েছে এখনো পর্যন্ত। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, রবীনা ট্যান্ডন ও সুনীল শেট্টিকে। তবে এই ছবিতেই সুনীল শেট্টির সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল আরো এক অভিনেত্রীকে, পুনাম ঝাওয়ারকে। সম্প্রতি সেই অভিনেত্রীই নিজের বর্তমান লুককে কেন্দ্র করে চর্চায় উঠে এসেছেন।

পুনম ঝাওয়ার ‘মহড়া’ ছবিতে বেজায় নজর কেড়েছিলেন দর্শকমহলের একাংশের। পর্দায় সুনীল শেট্টির সাথে ‘না কাজরে কি ধার’ গানের তালে দেখা গিয়েছিল তাকে। এই গান তাকে একাংশের মাঝে রীতিমতো জনপ্রিয়তা এনে দিয়েছিল একাংশের মাঝে। সেকথা অবশ্য এখন আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ছবিতে এই গানটি সাধনা সারগাম ও পঙ্কজ উধাসের কন্ঠে শোনা গিয়েছিল। এটি যে ‘মহড়া’ ছবির অন্যতম একটি জনপ্রিয় গান, তা উল্লেখ নিষ্প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন পুনাম। এই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের শরীরী আবেদন দেখাতেই ব্যস্ত থাকেন। অবশ্য তার ঝলক তার নেটদুনিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। সম্প্রতি ‘সিঙ্গার তেরা যৌবন’ গানের সাথে তার বানানো একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে একাংশের মাঝে। এই ভিডিওতে তাকে দেখে চিনতে পারেননি অনেকেই। সময়ের সাথে দর্শকদের একাংশের মাথা থেকে বেরিয়ে গিয়েছে মহড়ার সেই অভিনেত্রীর কথা। তবে এই মুহূর্তে বড়পর্দায় সেভাবে দেখা মেলে না তার। বলাই যায়, অভিনয় জগৎ থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন তিনি। বর্তমানে রাজনীতির ময়দানে তার আনাগোনা ভালোই। একাধিক সংবাদমাধ্যমের রাজনৈতিক বৈঠকেও দেখা মেলে তার। সেই ঝলকও তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে।

About Author