আন্তর্জাতিকবিনোদন

১২৮ ঘন্টা পার করেও ধ্বংসস্তুপের নীচে জীবিত দুই মাসের শিশু, ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া

Advertisement

গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৭.৮। ইতিমধ্যেই ছয়হাজার বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ। এখনো অনেক প্রাণহীন দেহ পড়ে আছে ঐ ধ্বংসস্তূপের নীচে। আর তার মাঝেই সন্ধান মিলেছে এক বিস্ময়ের। সম্প্রতি তার ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই তোলপার নেটদুনিয়া।

ধ্বংসস্তুপের নীচে হাজারো নিস্তেজ নিথর দেহের মাঝে প্রাণের স্পন্দন মিলেছে। ১২৮ ঘন্টা পার করেও ধ্বংসস্তূপের নীচ থেকে মিলল প্রাণের সন্ধান। দুই মাসের বাচ্চাটিকে উদ্ধার করার পর থেকেই হতবাক একাংশ। কিভাবে এতটা সময় ধ্বংসস্তুপের নীচে বেঁচে থাকলো এই শিশুটি? ভেবে কুলকিনারা পাচ্ছে না কেউই। এমন অলৌকিক ঘটনা হতবাক করেছে গোটা বিশ্বের মানুষকে। চোখের জল ধরে রাখতে পারেননি ভূমিকম্পের ভুক্তভোগীরাও। এই ঘটনায় আবেগপ্রবণ হয়েছেন অনেকেই। গত শনিবার অনেক চেষ্টার পর উদ্ধার করা গিয়েছে তাকে। আপাতত সেই ঝলকই তোলপাড় করেছে গোটা নেটদুনিয়া।

জানা গিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ পূর্ব তুরস্কের কাহরামানমারাস প্রদেশের পাজারকিক জেলা। ছয়হাজার বহুতলের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বহু মানুষ। অসঙ্কা করা হচ্ছে ৫০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকায় বেশ কিছুটা ব্যাহত হচ্ছে উদ্ধারপর্ব। তবে এখনো কঠোর পরিশ্রমের সাথে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে গোটা উদ্ধারকারী দল। তীব্র ভূকম্পনের পর থেকেই তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতসহ গোটা বিশ্ব।

Related Articles

Back to top button