PMVVY and SCSS : প্রবীণ নাগরিকদের জন্য তৈরি দুটি নতুন প্রকল্প, কোনটিতে লাভ বেশি?
সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা নামে দুটি প্রকল্প নিয়ে এসেছে
এবার ভারতের প্রবীণ নাগরিকদের জন্য দুটি বড় প্রকল্প নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সরকার। এখানে মেয়াদ শেষে বড় অংকের টাকা জমার পাশাপাশি আয় বাড়বে অনেকটাই। সরকারের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা এর মতো দুটি প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এই দুটি প্রকল্পই নাগরিকদের মধ্যে বেশ জনপ্রিয় এবং আপনিও যদি এই দুটি প্রকল্পের মধ্যে বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে এগুলির সুবিধা গুলি আপনাকে বুঝে নিতে হবে সবার আগে।
প্রথমত আমরা কথা বলব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে। এই প্রকল্পটি পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পের আওতায় পরিচালিত হয়ে থাকে এবং এই প্রকল্পটিকে আরো আকর্ষণীয় করতে সরকার বিনিয়োগের সীমা এই মুহূর্তে ১৫ লাখ থেকে বৃদ্ধি করে ৩০ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে এই প্রকল্পে আপনারা অনেকটা বেশি সুদ পেয়ে যাবেন। এই প্রকল্প যদি আপনি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ৮ শতাংশ সুদ পেয়ে যেতে চলেছেন। যৌথ একাউন্টের ক্ষেত্রে আপনি স্কিমের অধীনে ৬০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। এই প্রকল্পের মেয়াদ সর্বাধিক পাঁচ বছর।
দ্বিতীয় প্রকল্পটি হলো প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা যেখানে আপনি প্রতি মাসে আয় করার সুযোগ পেয়ে যাবেন। মূলত এলআইসি এর অধীনে পরিচালিত হয়ে থাকে এই প্রকল্প। সর্বাধিক বিনিয়োগের সীমা হলে ১৫ লক্ষ টাকা এবং যৌথ একাউন্টের ক্ষেত্রে এতে ৩০ লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন। যেকোনো নাগরিক ৬০ বছর বয়সে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এবং এই প্রকল্পের অধীনে এই মুহূর্তে ৭.৪ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পটি ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত চালু থাকবে।
আপনি যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে আপনি আয় করার ধারা ৮০সি অনুযায়ী কর ছাড় পেতে পারেন। এতে দেড় লাখ টাকা পর্যন্ত আপনি কর সার পেতে পারেন একসাথে। তবে প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনাতে তেমন কোনো কর ছাড়ের সুবিধা কিন্তু নেই