নিউজরাজ্য

Govt Allowance for Woman in Bengal: বিনা আবেদনে বাংলার মহিলারা প্রতিমাসে পাবেন ১,০০০ টাকা, জানুন কি করে?

গত বুধবার রাজ্য বাজেট ঘোষণার সময় মহিলাদের ভাতা সংক্রান্ত নিয়ম সরলীকরণ করেছে সরকার

Advertisement

পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল সরকার গত বিধানসভা নির্বাচনে মূলত দুয়ারে সরকার প্রকল্পকে হাতিয়ার করে বাংলার মানুষের মন জয় করে নিতে সক্ষম হয়েছিল। নির্বাচনের আগে মহিলাদের জন্য একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছিলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ হচ্ছে রাজ্যে। এতদিন ধরে চলছিল লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা ইত্যাদি প্রকল্প। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের ১ কোটি ৮৮ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত দেওয়া হত।

এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আওতায় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ৫০০ টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের মাসিক হাজার টাকা করে দিত রাজ্য সরকার। তবে ৬০ বছর বয়স পর্যন্ত এই লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া যেত। তারপর আবার রাজ্য সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করলে সেই মহিলারা প্রতিমাসে হাজার টাকা করে পেতেন। তবে গত বুধবার রাজ্যের বাজেটে মহিলাদের জন্য সরকারি বাবদের হিসাব অনেক সহজ করে দিয়েছে রাজ্য সরকার। ঠিক কি পরিবর্তন হয়েছে? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

আসলে রাজ্য বাজেট ঘোষণার সময় মমতা সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এবার সমস্ত শ্রেণীর মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আওতায় প্রতিমাসে ১,০০০ টাকা করে পাবেন। এছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম থাকা মহিলাদের বয়স ৬০ বছর পেরোলেই তাঁরা বার্ধক্য ভাতা বাবদ মাসে ১,০০০ টাকা করে পাওয়া শুরু করবেন। এতে মাঝখানে নতুনভাবে আবেদন করার কোনো ঝক্কি আর থাকবে না।

Related Articles

Back to top button