Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ইচ্ছা থাকলেও নাতনির সাথে দেখা করতে পারছেন না বলিউডের বিগবি, এই হল বড় কারণ

Updated :  Saturday, February 18, 2023 7:20 PM

বলিউডের বিগবি তিনি। তাকে শাহেনশাহ্ হিসেবেও সম্মোধন করেন অগণিত মানুষ। তার এক ঝলক পেতে দীর্ঘ অপেক্ষা করতেও প্রস্তুত অগণিত মানুষ। সেই শুরুর সময় থেকেই একের পর এক সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন নিজের দর্শকদের। ৮০ বছর বয়সেও ইন্ডাস্ট্রিতে তার দাপট এতটুকুও কমেনি। একের পর এক কাজ করে যাচ্ছেন অভিনেতা। আর তার সেই কাজ দেখতেই হলে ভিড় জমাচ্ছেন মানুষ। তবে সম্প্রতি নিজের কাজের সূত্রে নয় একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চায় অমিতাভ বচ্চন।

সম্প্রতি জানা গিয়েছে, অমিতাভ বচ্চন নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের নাতনি আরাধ্যা বচ্চনের সাথে সময় কাটাতে পারেন না। সে যখন ছোট ছিল তার সাথে বেশ অনেকটাই সময় কাটাতেন অভিনেতা। তবে বড় হয়ে যাওয়ার পর বর্তমানে সেই সৌভাগ্য তার আর হয় না। এই কথা অবশ্য নিজেই দুঃখের সাথে প্রকাশ করেছেন অভিনেতা। সম্প্রতি তার সেই কথার সূত্র ধরেই মিডিয়ার পাতায় একাংশের মাঝে চর্চিত হচ্ছেন তিনি।

অভিনেতার কথায়, বর্তমানে আরাধ্যা নিজের বাবা মায়ের সাথেই বেশি সময় কাটান। ব্যস্ত থাকেন নিজের পড়াশোনা নিয়েও। পাশাপাশি অভিনেতা নিজেও ব্যস্ত থাকেন নিজের কাজে। আর সেই কারণবসতই এখন নিজের নাতনির সাথে সেভাবে আর সময় কাটাতে পারেন না বিগবি। অভিনেতার কথা থেকেই জানা গিয়েছে, আরাধ্যা যখন ঘুম থেকে উঠে স্কুলে যায় তখন তিনি নিজের কাজে ব্যস্ত হয়ে যান। অন্যদিকে যখন তিনি কাজ শেষ করে বাড়ি ফেরেন তখন ঘুমিয়ে পরে সে। আর এই সবকিছুর মাঝেই নাতনির সাথে আর আগের মতো সময় কাটাতে পারেন না অভিনেতা। আর সেই কথা প্রকাশ্যে জানিয়েই দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা।