কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো ডিএ বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন আন্দোলনের পর কিছুদিন আগে রাজ্য সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল। এবার সেই সিদ্ধান্তের ভিত্তিতে একটি বিজ্ঞপ্তি জারি করল মমতা সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগের ৩ শতাংশ এবং নতুনভাবে আরো ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মোট ৬ শতাংশ ডিএ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার শুক্রবার কর্মচারী, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ৬ তারিখের সুপারিশ অনুসরণ করে ১ মার্চ থেকে কার্যকর মূল বেতনের ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলেছে ওই বিজ্ঞপ্তিতে।
পশ্চিমবঙ্গ সরকার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে “সংশোধিত মৌলিক বেতন এবং অ-প্র্যাকটিসিং ভাতা যদি থাকে তবে তা বিবেচনায় নিয়ে ডিএর গণনা করা হবে, তবে এতে অন্য কোনও ধরণের বেতন অন্তর্ভুক্ত থাকবে না।” এছাড়াও বলা হয়েছে, “ডিএ সরকারী সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পাশাপাশি স্থানীয় সংস্থার কর্মীদের জন্যও গ্রহণযোগ্য হবে৷ সংশোধিত পেনশনে মূল্যবৃদ্ধির পরিমাণ গণনা করার দায়িত্ব পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের হবে এবং প্রতিটি পৃথক ক্ষেত্রে প্রদেয় পারিবারিক পেনশন নতুন নিয়ম অনুযায়ী দেওয়া হবে”।
আপনাদের জানিয়ে রাখি, এর আগে ২০২০ সালে ডিসেম্বর মাসের প্রথম তিন শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছিল। এরপর আবার ১ লা মার্চ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের আরো ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। তবে এই ভাতা বৃদ্ধি পেলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পিছিয়ে রয়েছেন ৩২ শতাংশে। এই নিয়ে এখনো আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমনকি তারা ‘পেন ডাউন’ করে তাদের আন্দোলনের তীব্রতা তীক্ষ্ণ করেছেন।