Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nidhi Jha: বিয়ের পর বদলে গেছে নিধি ঝা-এর লুক, এখন পুরো চেহারা পাল্টে গেছে (PHOTO)

নিধি ঝাঁ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। পবন সিংয়ের সাথে একটি মিউজিক ভিডিওতে দেখা দেওয়ার…

Avatar

নিধি ঝাঁ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। পবন সিংয়ের সাথে একটি মিউজিক ভিডিওতে দেখা দেওয়ার পর থেকেই পরিচিতি এসেছিল তার ঝুলিতে। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।

Nidhi Jha: বিয়ের পর বদলে গেছে নিধি ঝা-এর লুক, এখন পুরো চেহারা পাল্টে গেছে (PHOTO)

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রীর কাজ থেকে শুরু করে বিয়ে সবটাই চর্চিত মিডিয়ার পাতায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেতা যশ কুমারের সাথে সম্পর্কে জড়ানোর সময় থেকেই চর্চায় অভিনেত্রী। ২০১৯’এ তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে এলেও, কোভিড পরিস্থিতির জন্য ২০২২’এ নিজেদের বিয়ের পর্ব সারেন তারা। বিয়ের পর থেকেই তার মধ্যে এসেছে এক আমূল পরিবর্তন, আর সেই ঝলক খুব স্বাভাবিকভাবেই চোখ এড়ায়নি নেটনাগরিকদের একাংশের। আপাতত, সেই প্রসঙ্গের সূত্র ধরেই কটাক্ষের মুখে অভিনেত্রী।

Nidhi Jha: বিয়ের পর বদলে গেছে নিধি ঝা-এর লুক, এখন পুরো চেহারা পাল্টে গেছে (PHOTO)

অভিনেত্রীর কেরিয়ারের শুরুর দিকের ছবিতে নজর রাখলেই বোঝা যাবে আসল পরিবর্তনটা। কারণ বিয়ের পর তার রূপের জৌলুস বেড়েছে অনেকটাই। পাশাপাশি আগের থেকে বৃদ্ধি পেয়েছে ওজনও। আর সেই নিয়েই একাধিক কটাক্ষজনক মন্তব্যও শুনতে হয়েছে নেটনাগরিকদের কাছ থেকে। তবে সেইসমস্ত মন্তব্যকে বিশেষ পাত্তা দেননি অভিনেত্রী। বলাই বাহুল্য, এই মুহূর্তে তিনি স্বামী যশ কুমারের সাথে চুটিয়ে সংসার করতেই ব্যস্ত রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় আগে ও পরের মিলিয়ে তার বেশ কিছু ছবি ভাইরাল হতেই কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে।

Nidhi Jha: বিয়ের পর বদলে গেছে নিধি ঝা-এর লুক, এখন পুরো চেহারা পাল্টে গেছে (PHOTO)

নিধি ঝাঁ জনপ্রিয় ভোজপুরি অভিনেতা যশ কুমারের দ্বিতীয় স্ত্রী। অভিনেতার সাথে বিয়ে হওয়ার পর থেকেই সাধারণের মাঝে অভিনেত্রীর জনপ্রিয়তা আগের থেকে বেড়ে গিয়েছে অনেকটাই। উল্লেখ্য, একাধিক তথ্য অনুযায়ী অঞ্জনা সিং ও যশ কুমারের বিচ্ছেদের জন্য নিধি ঝাঁকেই দায়ী করা হয়। বিচ্ছেদের আগে পর্যন্ত অঞ্জনা সিং ও যশ কুমার ছিলেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা জুটি। তাদের পর্দায় একসাথে দেখতে পছন্দ করতেন দর্শকরাও। তবে বিবাহ বিচ্ছেদের পর থেকে সেভাবে আর পর্দায় একসাথে দেখা যায়নি তাদের।

About Author