চাকরি হোক বা ব্যবসা সকলের একটাই লক্ষ্য থাকে মোটা টাকা অর্থ রোজগার করা। ভবিষ্যতের উজ্জ্বল করার জন্য চাকরির খোঁজে সবাই রয়েছেন। কিন্তু রাজ্যে চাকরি কিন্তু খুব একটা বেশি নেই। এ নিয়ে প্রশ্ন থাকে বিরোধী দলের নেতাদের। যদিও সংবাদ মাধ্যম সূত্রে খবর, তৃতীয়বার ভোটে জেতার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী প্রকাশ্যে জানিয়েছেন এবার তাদের লক্ষ্য হবে রাজ্যে কর্মসংস্থান এবং বিনিয়োগ। তবে সেই লক্ষ্য পূরণ এবার সচেষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সেই প্রসঙ্গেই এবার চালু করা হলো আমার বাংলা কার্ড। ইতিমধ্যেই রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এবার সেই প্রকল্পগুলি তালিকায় আরো একটি নাম যুক্ত হলো। প্রবাসী বাঙালি এবং বিদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিশেষ ধরনের পরিচয় পত্র হিসেবে কাজ করবে এই আমার বাংলা কার্ড।
এই কার্ড থাকলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে কলকাতা আন্তর্জাতিক বইমেলা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বিভিন্ন জায়গায় আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর বিদেশে বসবাসকারী বহু বাঙালি এখন রাজ্যের উন্নতিতে যোগ দিতে ইচ্ছুক। সেই কারণেই রাজ্য সরকার এই কার্ড চালু করার মাধ্যমে প্রবাসী বাঙালি এবং ভারতীয়দের বিশেষ পরিচয় পত্র প্রদান করছে। বিদেশি বিনিয়োগের পথ প্রসারিত করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। এই কার্ডে প্রবাসী ভারতীয়দের সম্পর্কিত সকল তথ্যের উল্লেখ থাকবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকেও এই কার্ডের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে।
এই পোর্টালে প্রবাসী বাঙালি এবং ভারতীয়রা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। পাসপোর্ট নম্বর পৃথক রেজিস্ট্রেশন নম্বর কোন দেশের বাসিন্দা সবকিছুই উল্লেখ থাকবে এই কার্ডের উপর। সংবাদমাধ্যম সূত্রে খবর রাজ্যে বাজেট পেশার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছিলেন, এই বাজেট সম্পূর্ণরূপে হবে কর্মসংস্থান ভিত্তিক, যাতে করে রাজ্যের ছেলেমেয়েদের যথেষ্ট কর্মসংস্থান হয়। কিন্তু এই কার্ডের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কতটা সুবিধা পেতে চলেছেন সেটাই এখন দেখার।














