Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pranutan Bhal: নূতনের নাতনির সামনে পুরো ব্যর্থ বলি অভিনেত্রীরা, তাকে দেখে এমন কথাই বললেন নেটজনতার একাংশ

Updated :  Wednesday, March 1, 2023 2:08 PM

নুতান হিন্দি চলচ্চিত্র জগৎ-এর অন্যতম জনপ্রিয় নাম। বলিউডের ৭০ দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। সেইসময় তার রূপে মুগ্ধ ছিলেন ছোট থেকে বড় সকলেই। এখনো পর্দায় তার অভিনয়ের কথা উঠলে প্রশংসায় ভরান বলিউডের একাধিক নামিদামি তারকারা। তবে এই মুহূর্তে অভিনেত্রী নন তার নাতনি রয়েছেন মিডিয়ার আলোয়। নেটজনতার একাংশের মত, বর্তমানে নুতানের নাতনি তার রূপ ও গুন দিয়ে মনে করিয়ে দিচ্ছে তার কথাই।

১৯৯২ সালে নুতানের ছেলে মোহনিশ ভাল একতা সোহিনীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই কন্যা সন্তান, প্রানুতান ভাল ও কৃশা ভাল। ইতিমধ্যেই প্রানুতান পা রেখেছেন অভিনয় জগৎ’এ। ২০১৯-এ ‘নোটবুক’ আর ২০২১-এ ‘হেলমেট’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। আপাতত, এই দুটি ছবি দিয়েই নিজের অভিনয় জীবনের যাত্রা শুরু করেছেন প্রানুতান। একাংশের মাঝে পরিচিতিও তৈরি হয়েছে তার। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও বেশ ভালই স্টাইলিশ তিনি। অবশ্য তার ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।

খুব সম্প্রতি প্রানুতানের একটি ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে তাকে ডিপ নেকলাইন কাটিং ডিজাইনার লেহেঙ্গায় দেখা গিয়েছে। লেহেঙ্গায় সাদা, লাল ও সবুজ সুতো দিয়ে জমকালো কাজ করা ছিল। খোলা চুলে, নুড মেকাপেই ক্যামেরার সামনে এদিন হাজির হয়েছিলেন তিনি। তার চোখে মুখে ছিল বোল্ডনেসের ছাপ স্পষ্ট। খুব সম্ভবত কোন ফটোশুটের সূত্র ধরেই এই বেসে সেজে উঠেছিলেন তিনি। আপাতত সেই ঝলক নিজেই শেয়ার করে নিয়ে চর্চিত প্রানুতান। আর তার রূপের এই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার একাংশের মত, তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন নুতানের কথাই। পাশাপাশি তার রূপ ও গুন টেক্কা দিচ্ছে বলিউডের একাধিক ডিভাদেরও।