সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে চলেছে এই সামাজিক মাধ্যমটি। বারবার নিজেদের অ্যাপ আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে এখনও জনপ্রিয়তা অটুট রেখেছে মার্কিন এই সংস্থার কর্তৃপক্ষ। বছর দুয়েক আগেই অ্যাপটিতে একটি নতুন ফিচার যোগ করেছিলেন কর্তৃপক্ষ। ‘ডিলিট ফর এভরি ওয়ান’ নামক এই ফিচারের সাহায্যে প্রেরক মেসেজ পাঠানোর পরও তা ডিলিট করতে পারতেন। একই সাথে তা প্রাপকের মোবাইলেও ডিলিট হয়ে যেত। মেসেজ পাঠানোর ৭ মিনিটের মধ্যে প্রেরক এই কাজ করতে পারতেন।
এবার ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে অ্যাপটির সাথে আরও একটি নতুন ফিচার যোগ করতে চলেছেন মার্কিন এই সংস্থার কর্তৃপক্ষ। নতুন এই ফিচারের সাহায্যে নির্দিষ্ট সময় পর মেসেজ নিজের থেকেই ডিলিট হয়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর আর দেখা যাবে না পুরানো মেসেজ। ব্যবহারকারীরা চ্যাট করার সময় নিজেরা সেট করে নিতে পারবেন কতক্ষণ পর তাদের পুরানো মেসেজ ডিলিট হয়ে যাবে। এর ফলে নির্ধারিত সময় পর প্রাপক আর সেই মেসেজ দেখতে পাবেন না।