FD Rates: এই ব্যাংকের ফিক্স ডিপোজিট একাউন্টে আপনারা পেয়ে যাবেন সবথেকে বেশি সুদ, ৩ মার্চ থেকে লাগু হচ্ছে নতুন সুদের হার
এই ব্যাংক তাদের গ্রাহকদের মোটা টাকা সুদ অফার করছে এই মুহূর্তে
ফিক্স ডিপোজিটে যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন খবর। AU স্মল ফাইন্যান্স ব্যাংক ২ কোটি টাকার কম মূল্যের ফিক্সড ডিপোজিট এর ওপরে সুদের হার বৃদ্ধি করেছে। এবারে আপনারা এই স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে জেনারেল কাস্টমার হিসেবে আরো বেশি পরিমাণ সুদ পেতে পারেন আপনার ফিক্সড ডিপোজিট একাউন্ট এর উপরে। এই মুহূর্তে এই ব্যাংক তাদের সাধারণ গ্রাহকদের ৩.৭৫ শতাংশ থেকে শুরু করে ৭.২০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। অন্যদিকে একই সময়ের ব্যবধানে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাচ্ছেন ৪.২৫ শতাংশ থেকে ৭.৭০ শতাংশ পর্যন্ত সুদ।
অন্যদিকে এই স্মল ফাইন্যান্স ব্যাংক তাদের রেগুলার রিটেল ইনভেস্টারদের জন্য ২৪ মাস এক দিন থেকে ৩৬ মাস পর্যন্ত ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৮% সুদ দিচ্ছে। অন্যদিকে নন কলেবল ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৮.১০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। এই ব্যাংকের অফিসিয়াল ওয়েব সাইটে পাওয়া তথ্য অনুসারে এই নতুন সুদের হার আগামী ৩ মার্চ থেকে লাগু হতে চলেছে।
বর্তমানে গ্রাহকদের কাছে এই নতুন ব্যাংক টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এখন এই ব্যাংকের গ্রাহক হয়ে উঠছেন এবং সকলেই এই ব্যাংকের উচ্চ সুদের হারের সুবিধা নিতে শুরু করেছেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত সরকারি ব্যাংক আপনাকে খুব কম পরিমাণ সুদ দেয় আপনার টাকার উপরে। সেখানেই এই স্মল ফাইন্যান্স ব্যাংক আপনাকে প্রচুর টাকা সুদ দিতে শুরু করেছে একই সময় ব্যবধানে। তাই যদি আপনি নিজের টাকা আরো বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এই ব্যাংকের সাথে নিজের ফিক্স ডিপোজিট খুলে ফেলুন।