কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রইল মন খুশি করা খবর, মহার্ঘ ভাতা বেড়ে হতে পারে ৪৫ শতাংশ, হবে টাকার বৃষ্টি
কাস্টমার পারচেস ইনডেক্স অনুযায়ী জুলাই ২০২৩ থেকে মহার্ঘ ভাতা ৪৫ শতাংশ হতে পারে
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই বছরটি নতুন নতুন সুখবর নিয়ে আসতে চলেছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এখন তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকরী হতে পারে সারা ভারতে। এই মুহূর্তে ৩৮ শতাংশ করে মহার্ঘ ভাতা পেলেও, এবারে হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ করে মহার্ঘ ভাতা পেতে চলেছেন। তারই মধ্যে এবার তাদের মন খুশি করার একটি খবর সামনে এসেছে। জানুয়ারি ২০২৩ এর জন্য এআইসিপিআই ইন্ডেক্স নম্বর জারি করা হয়েছে। এই ইনডেক্স ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই কারণে জানুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জানুয়ারি ২০২৩-এ কাস্টমার পারচেস ইনডেক্স নম্বর কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সম্প্রতি এই ইন্ডেক্স নম্বর পৌঁছেছে ১৩২.৮ সংখ্যায়। অর্থাৎ আগামী জুলাই ২০২৩ সালে, কেন্দ্রীয় কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে সেটা নিয়ে আর কোন সংশয় রইল না। জুলাই মাসে কেন্দ্রীয় কর্মচারীদের DA/DR বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, যারা পেনশন পাচ্ছেন তাদের স্কোর ১% বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র জানুয়ারি মাসের মহার্ঘভাতার হিসেব অনুযায়ী এই ভাতা ৪২% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আর এবারে যেহেতু কাস্টমার পারচেস ইনডেক্স আরো বৃদ্ধি পেয়েছে, তাই জুলাই মাসে মহার্ঘভাতা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই জুলাই মাসের কোন ভবিষ্যৎ বাণী দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সম্ভাবনা রয়েছে জুলাই মাসে এই মহার্ঘ ভাতা আবারো বাড়াতে পারে সরকার।
তবে, জানুয়ারি মাসের হিসাবের উপর নির্ভর করে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জুলাই মাসের মহার্ঘ ভাতা গণনা। ডিসেম্বর ২০২২ এর, কাস্টমার পারচেস ইনডেক্স বিচার করে, জানুয়ারি ২০২৩ থেকে ৪২ শতাংশ মহার্ঘ ভাতা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এভাবেই যদি কাস্টমার পারচেস ইনডেক্স চলতে থাকে, তাহলে আগামী জুলাই মাসে ৪৫ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। সপ্তম পে কমিশনের হিসাব অনুযায়ী, মহার্ঘ ভাতা গণনা খুব শীঘ্রই শুরু হবে। ফলে, জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আবারো একবার সুখবর পেতে চলেছেন, সেটা বলাই যায়।