ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Bond: কিনে নিন সস্তা দামে সোনা, মাত্র ৫,৫৬১ টাকায় পেতে পারেন সোনালী ধাতু, মধ্যবিত্তদের দারুন সুযোগ দিচ্ছে মোদি সরকার

যদি আপনি সোনায় নিবেশ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুযোগ

Advertisement

যদি আপনি সোনাতে বিনিয়োগ করার জন্য আগ্রহী থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন খবর। এবার আপনি খুব সস্তা দরে সোনা কিনতে পারেন। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই বিশেষ ধরনের সোনার সাবস্ক্রিপশন নিয়ে আসা হয়েছে। সবরেন গোল্ড বন্ডে বিনিয়োগের চিন্তা-ভাবনা থাকলে ৬ মার্চ থেকে আপনি বিনিয়োগ করতে পারেন। ২০২২-২৩ সিরিজের চতুর্থ কিস্তি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তে যদি আপনি এই আর্থিক বছরের একেবারে শেষ কিস্তি গ্রহণ করতে চান তাহলে সহজেই আপনি এই বন্ডে বিনিয়োগ করতে পারেন। এই স্কিম ১০ মার্চ পর্যন্ত উপলব্ধ থাকবে। এর মধ্যে আপনি মার্কেট দরের থেকে কম ধরে সোনা কিনে বিনিয়োগ করতে পারবেন।

রিজার্ভ ব্যাংক এমনিতে এই বন্ডের ইস্যু প্রাইস রাখে ৫,৬১১ টাকা প্রতিগ্রাম। ডিসেম্বরে লঞ্চ হওয়া এই গোল্ড বন্ডের ইস্যু প্রাইস রাখা হয়েছিল ৫,৪০৯ টাকা। তবে রিজার্ভ ব্যাংক সম্পতি একটি বয়ান দিয়েছে যার পরে এই বন্ডের দাম আরো সস্তা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ১ মার্চ, ২ মার্চ ও ৩ মার্চের বন্ধ হওয়া দামের সরল গড় বিবেচনার করার পরে এই মুহূর্তে প্রতি গ্রাম ৫,৬১১ টাকা ইসু মূল্যে বিক্রি হচ্ছে এই বন্ড। সাধারণত এই গোল্ড বন্ডের ইস্যু প্রাইস ৯৯৯ বিশুদ্ধতার সোনার উপরে ভিত্তি করে তৈরি করা হয়।

সরকার শোনাতে বিনিয়োগের জন্য গোল্ড মনিটাইজেশন স্কিমের অধীনে সভ্রেইন গোল্ড বন্ড প্রকল্প তৈরি করেছে। এই বন্ডগুলিতে প্রদত্ত সুদের হার ২.৫০ শতাংশ বার্ষিক প্রাথমিক বিনিয়োগের পরিমাণ যা বিনিয়োগকারীরা বন্ড কেনার জন্য প্রদান করে থাকেন। সুদের পরিমাণ প্রতি ছয় মাসে বিনিয়োগকারীদের একাউন্টে পৌঁছাবে। রিজার্ভ ব্যাংকের নিয়ম এবং শর্তাবলী সহ সময় সময় গোল্ড বন্ড ইস্যু করে থাকে। সোনার বন্ডের উপরে সরকারি গ্যারান্টিও থাকে।

Related Articles

Back to top button