Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুখ ভার আকাশের, এক্ষুনি ঝেঁপে বৃষ্টি নামবে এই জেলাগুলিতে, জানুন হাওয়া অফিস আপডেট

Updated :  Thursday, March 9, 2023 4:35 PM

দোলের রেশ এখনও কাটেনি। তার আগেই জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকেই তীব্র দাবদাহে জ্বলছে বাংলার মানুষ। বসন্তকালে এমন গরম হয়তো অন্যকোনো বছর দেখা যায় না। বিগত বেশ কিছুদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছিল রাজ্যের মানুষকে। আর এরই মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ায় খুশি রাজ্যবাসী। কোন জেলায় বৃষ্টি নামতে পারে? কি বলছে আবহাওয়া দপ্তর? জানুন আজকের এই প্রতিবেদনে।

হোলির মরশুম শেষ হতেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আজই। অন্যদিকে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। যার মধ্যে রয়েছে পুরুলিয়াও। পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামিকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়।

বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস । আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এর মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা জানতে পেরে বেশ খুশি হবেন পুরুলিয়াবাসীরা। এই ঊর্ধ্বমুখী তাপমাত্রার দাপটের মাঝে বৃষ্টির পূর্বাভাস সোনার হরিণ গোটা বঙ্গবাসীর কাছেই।