ভারতীয় নাগরিকদের কাছে যে কয়টি নথি সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে পরিগণিত হয় তার মধ্যে অন্যতম হলো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। এই সমস্ত নথি আপনাকে সবসময় আপডেট রাখতে হবে এবং সবসময় আপনার সঙ্গে করে যত্ন সহকারে রাখতে হবে। এই সমস্ত নথি কথা মাথায় রেখেই সরকার একটি নতুন ব্যবস্থা নিয়ে আসছে যে ব্যবস্থার মাধ্যমে অটোমেটিক্যালি এই সমস্ত নথির তথ্য আপডেট হয়ে যাবে।
ভারত সরকারের তরফ থেকে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ নথি অটোমেটিক আপডেট হয়ে যায় তার জন্য একটি ব্যবস্থা চালু করার কথা জানানো হয়েছে। যদি ওই নতুন ব্যবস্থা নিয়ে এখনো পর্যন্ত চিন্তাভাবনা চলছে এবং এই ব্যবস্থা চালু হতে আরো কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছে ভারত সরকার। যে নতুন ব্যবস্থা আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা যদি বাস্তবায়িত হয় তাহলে নাগরিকদের গুরুত্বপূর্ণ নথির ছবি ঠিকানা ইত্যাদি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং এর জন্য অফিস বা মন্ত্রকে যোগাযোগ করতে হবে না। অটো আপডেটের প্রক্রিয়ায় যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আধার কার্ডের মাধ্যমে আপনি নিজের সমস্ত তথ্য আপডেট করে নিতে পারবেন।
এমনিতে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন অনলাইনে করা যায়। তবে মোবাইল নম্বর, জন্ম তারিখ, ইমেইল আইডি ইত্যাদি পরিবর্তন করার জন্য অফলাইনে সেন্টারে যেতে হয়। এই কারণে আধার ঠিকানা পরিবর্তনের সাথে অন্যান্য নথির ঠিকানা পরিবর্তন যাতে করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রক্রিয়া খুব সহজেই সম্পন্ন হবে যদি ভারতীয় নাগরিকরা ডিজিলকারে নিজেদের তথ্য স্টোর করে রাখেন। তাহলে অটোমেটিক্যালি সমস্ত তথ্য পরিবর্তন হয়ে যাবে একসাথে এবং তাদের আর নতুন করে দৌড়াদৌড়ি করতে হবে না সমস্ত তথ্য আপডেট করার জন্য।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside