Best fixed deposit rates: এই পাঁচটি ব্যাংকে ফিক্স ডিপোজিট করলে সেরা সুদ পাবেন আপনি, জেনে নিন বিস্তারিত এখনই
বর্তমানে মূলত পাঁচটি ব্যাংকে ফিক্সড ডিপোজিট একাউন্ট করলে আপনারা সবথেকে বেশি লাভ পেয়ে যাবেন
ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানত এই মুহূর্তে ভারতের সিংহভাগ মানুষের বিনিয়োগের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই কারণে বর্তমানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট রেট কমবেশি করতে চলেছে। যদি আপনারাএই ফিক্সড ডিপোজিট একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে কিন্তু এই ব্যাপারে আপডেট থাকতে হবে। আর সেই কারণেই আপনাদের জন্য সাজিয়ে দেওয়া হল ভারতের সেরা কয়েকটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট। সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা। এই ব্যাংকে সর্বাধিক ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে।
১. বন্ধন ব্যাংক : বেসরকারি ব্যাংকের মধ্যে এখন বন্ধন ব্যাংক এর নাম সবার মুখে ঘুরছে। কেন? এই ব্যাংকটি তাদের মেয়াদী আমানতের উপরে ৮.৫% সুদ অফার করছে সাধারণ মানুষকে। ৬০০ দিনের মেয়াদে সাধারণ নাগরিকরা সর্বোচ্চ ৮% সুদ পেয়ে যাবেন এবং সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন ৮.৫ শতাংশ সুদ।
২. ইয়েস ব্যাংক : এটি একটি বেসরকারি ব্যাংক যেখানে ৩৫ মাসের স্থায়ী আমানতের উপরে সাধারণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন ৮.২৫ শতাংশ হারে সুদ।
৩. অ্যাক্সিস ব্যাঙ্ক : ২৪ মাস থেকে ৩০ মাসের কম সময়ের বিনিয়োগে ৭.২৬ শতাংশ ইন্টারেস্ট রেট আপনি পেয়ে যাবেন এই ব্যাংকের বিনিয়োগ। সিনিয়র সিটিজেনরা এই একই মেয়েদের ক্ষেত্রে পেয়ে যাবেন ৮.০১ শতাংশ সুদ।
৪. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ব্যাংকিং নিয়ে আলোচনা হবে আর দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম আসবে না তা হয়! ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৪০০দিনের মেয়াদী আমানতের ক্ষেত্রে এখন আপনারা ৭.১% হারে সুদ পেয়ে যাচ্ছেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৬ শতাংশ।
৫. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক : ৬৬৬ দিনের মেয়াদী আমানতের ক্ষেত্রে ৭.২৫ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন আপনারা এই ব্যাংকে বিনিয়োগ করলে। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই সুদের হার ৭.৭৫ শতাংশ।