২০২৩ সালের জানুয়ারি মাসের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি প্রসঙ্গে এখনও কিছু ঘোষণা করেনি মোদি সরকার। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে কেন্দ্রের মোদি সরকার তাদের কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে। বছরে প্রধানত দুবার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এবার জুলাই মাসে DA বাড়লে মোদি সরকারের কর্মচারীরা পাবেন ৪২ শতাংশ DA। সরকারি ঘোষণা না হলেও এই খবর শুনে মুখে হাসি চওড়া হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের। এবার তাদের খুশি দ্বিগুণ করতে আরও এক ঘোষণা করল মোদি সরকার।
সম্প্রতি কেন্দ্রীয় অর্থ দপ্তরের এক মন্ত্রী ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন সময়ে কর ছাড় সংক্রান্ত বিভিন্ন সুবিধা বর্ণনা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে কেন্দ্রের পক্ষ থেকে মূল করের সীমা বৃদ্ধি করা হয়েছে ৷ সেটি ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হয়েছিল ৷ এছাড়াও আয়করের উপরে 80C ধারা অনুযায়ী সর্বোচ্চ করের সীমা ১ লক্ষ থেকে করা হয়েছিল ১.৫ লক্ষ টাকা। ২০১৭ থেকে ব্যক্তির জন্য আয়করের সীমা কমানো হয়েছিল ৷ যাদের বছরে মোট আয় ২.৫ লাখ টাকা থেকে ৫ লক্ষ টাকা, তাঁদের কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০,০০০ থেকে বৃদ্ধি করে ৫০,০০০ টাকা করা হয়েছিল।
অর্থ সংক্রান্ত নিয়ম ২০১৯-এ 87A অন্তর্গত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কর প্রযোজ্য আয়ের ক্ষেত্রে পুরো ছাড় দেওয়া হয়েছে ৷ পেনশনভোগী প্রবীণ নাগরিকদের রেহাই দিতে ২০১৮ থেকে আলাদা আলাদা নিয়ম ধার্য করা হয়েছে ৷ যেমন 80D প্রিমিয়ামে ছাড়ের পরিমাণের সীমা ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের DA ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ করা হবে খুব শীঘ্রই।