নিউজরাজ্য

গরম থেকে মিলবে রেহাই! টানা ৩ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে, কোন কোন জেলা ভিজবে বৃষ্টিতে?

দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে

Advertisement

সপ্তাহের শুরু থেকেই তীব্র দাবদাহে জ্বলছে বাংলার মানুষ। ভোরের দিকে সামান্য শীতের আভাস থাকলেও সূর্য মধ্যগগনে আসতেই হাসফাঁস গরম সহ্য করতে হচ্ছে বাংলার মানুষকে। বেলা বাড়লে অস্বস্তিকর গরমে বাড়ি থেকে বাইরে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তবে এর মাঝেই পরিস্থিতি পরিবর্তনের সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা দিতে পারে। এমন কিছু বেশ কিছু জেলাতে বৃষ্টিও হবে। রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিতে ভিজবে এবং এই গরম থেকে রেহাই পাবে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে আরও বলা হয়েছে যে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাও বৃষ্টির স্বস্তি পাবে। মঙ্গল এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও বাংলায় আগামী ৫ দিনে তাপমাত্রার তেমন কোনো উল্লেখযোগ্য হেরফের হবে না।

Related Articles

Back to top button