নিউজদেশ

Vande Bharat Express: হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের সময়সূচি বদলালো রেল, নতুন সময়সূচী ১০ এপ্রিল থেকে

এই নতুন সময়সূচী কার্যকর হবে শুধুমাত্র বারসই স্টেশনে

Advertisement

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়ের কিছু রদবদল করল ভারতীয় রেলওয়ে। তবে এই সময় রদবদল শুধুমাত্র বারসই স্টেশনের ক্ষেত্রে করা হয়েছে বলে জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রে। আপ এবং ডাউন দুই ক্ষেত্রে এই বারসই স্টেশনে সময়সূচি খানিকটা বদলানো হয়েছে। ভারতীয় রেলওয়ে জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে নতুন সময়সূচী কার্যকর হবে আপ এবং ডাউন বন্দে ভারতে এক্সপ্রেসের জন্য। হাওড়া স্টেশন থেকে ২২৩০১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৫:৫৫ মিনিটে ছাড়ে। ট্রেনটি যাওয়া এবং আসার পথে বোলপুর, মালদা টাউন এবং বারসই ষ্টেশনে থামে।

বর্তমানে সময়সূচী অনুযায়ী হাওড়া থেকে সকাল ৫:৫৫ মিনিটে ছেড়ে এই ট্রেনটি বারসই স্টেশনে পৌঁছায় সকাল ১১:৫০-এ। কিন্তু রেলওয়ে জানিয়েছে, নতুন সময়সূচী অনুযায়ী আপ বন্দে ভারত এক্সপ্রেস এবার থেকে বারসই স্টেশনে পৌঁছবে ১১ টা ৩৮ মিনিটে। সেখানে দুই মিনিট দাঁড়িয়ে থাকার পর তারপর আবার রওনা দেবে নিজের গন্তব্যের দিকে।

অপরদিকে বর্তমান সময়সূচী অনুযায়ী ২২৩০২ ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত নিউ জলপাইগুড়ি ছেড়ে বারসই স্টেশনে এসে পৌঁছায় ৪:৪৪ মিনিটে। তবে আগামী ১০ এপ্রিল থেকে এই ট্রেন পৌঁছবে ১১ মিনিট আগে অর্থাৎ ৪:৩৩ মিনিটে। হাওড়ার দিকে ফেরার সময় এই ট্রেনটি দু মিনিট দাঁড়াবে। তবে বাকি স্টেশনের ক্ষেত্রে সময় অপরিবর্তিত রয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রেনটি সকাল ৫:৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুরে ১:২৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।

Related Articles

Back to top button